রমজান শেষ নিয়ে স্ট্যাটাস -সেরা ২০ টি স্ট্যাটাস জেনে নিন


প্রিয় পাঠক আপনি যদি রমজান শেষ নিয়ে সেরা কিছু স্ট্যাটাস জানতে চান তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। আজকে আমরা রমজানের সেরা ২০ টি সহ আরো কিছু স্ট্যাটাস সম্পর্কে জানবো যেটা আপনি হয়তো এর আগে কখনো পড়েন নি।
ভালোবাসা, দুঃখ বা কষ্ট সবকিছুরই স্ট্যাটাস রয়েছে। যেসব স্ট্যাটাস আমরা অনেকেই পছন্দ করি এবং ব্যবহার করি। তবে এর পাশাপাশি রমজানের শেষ নিয়েও সেরা কিছু স্ট্যাটাস রয়েছে। যে সকল স্ট্যাটাস গুলো আপনাকে মুগ্ধ করবে। চলুন তাহলে নিচে সেসব স্ট্যাটাস গুলো পড়ি।

পোস্ট সূচিপত্রঃ রমজান শেষ নিয়ে স্ট্যাটাস

রমজান শেষ নিয়ে সেরা ২০ টি স্ট্যাটাস

রমজান মাস প্রত্যেক মুসলমানের জন্য খুবই ফজিলতপূর্ণ একটি মাস। যে মাসে আল্লাহ তায়ালা আমাদের উপরে রহমত নাযিল করেন। আর নির্দিষ্ট একটা সময় পরে এদের মাধ্যমে এ মাস আমাদের জীবন থেকে একটি বছরের জন্য বিদায় নেয়। তাই আজকে আমরা রমজান শেষ নিয়ে সেরা ২০ টি স্ট্যাটাস জানবো, যেটা আমাদেরকে মুগ্ধ করবে। তাহলে চলুন জেনে নিই।

১। " রমজানের শেষ রাত মানেই... এক আকাশ পরিমাণ কান্না, এক বিশাল সমুদ্রের প্রার্থনা আর এক বুক ভরা হাহাকার!

২। " ওহে রমজান! তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছো। কিন্তু তোমার রেখে যাওয়া নুর যেন সারা বছর আমাদের অন্তরের মধ্যে জ্বলতে থাকে!

৩। " আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি রমজানের মত সুন্দর জীবন পেতে চাই। শুধু এক মাস নয়, পুরো জীবন পেতে চায়!

৪। " সেহরী শেষ হলো, ইফতারের সমাপ্তি ঘটলো, কদরের রাতও অতিক্রম করলো... বিদায় বেলা আমাদের কেন এমন কষ্ট হয়?

৫। " রমজান বিদায় নিলে তো ঈদের আনন্দ চলে আসে কিন্তু আমাদের অন্তর থেকে যে রমজান বিদায়ের শান্তি হারিয়ে যায়, তা কি হবে?

৬। " রমজানের বিদায় মানেই শুধু একটি মাসের শেষ নয়, বরং আমাদের জন্য এক অপার রহমতের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যেটা শুধুমাত্র আমরা রমজান মাসেই পাই!

৭। " যে মন রমজানের শেষ রাতে কাঁদে, সেই মন সত্যিই অনেক বেশি নরম হয়!

৮। " আল্লাহর রহমতের যে সুবাস পুরো রমজান জুড়ে থাকে, রমজানের বিদায় জানাই সেই সুবাসের অভাব অনেক বেশি উপলব্ধি করা যায়!

৯। " রমজানের শেষ মানেই আমাদের জীবনে নতুন এক পরীক্ষার শুরু। যার মাধ্যমে বোঝা যাবে আমরা সত্যিই পরিবর্তন হতে পেরেছি কিনা!

১০। " রমজানের মতো করে যদি আমরা পুরো বছর কাটাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।কিন্তু কেন আমরা শুধু একমাস সচেতন থাকি?

১১। " আমাদের জীবন থেকে রমজান বিদায় নিলেও, নামাজ জেনো বিদায় না নেয়। কেননা রমজান বিদায় নিক কিন্তু তাকওয়া না!

১২। " রমজানের শিক্ষা যদি আমরা সারা জীবন ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটাই এক অন্যরকম সুন্দর হয়ে উঠবে!

১৩। " রমজানের শেষ রাত মানে, চাঁদের আলোয় নিজের অশ্রু ঝরানো... আর সেই বিদায়ের কষ্টের সাক্ষী শুধু রাতের আকাশ!"

১৪। " আহ! জেনো আরেকটা রমজান জীবনে পাইতাম। কে জানে? এটায় আমার জীবনের শেষ রমজান কিনা?"

১৫। " রমজান আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে ঠিকই। কিন্তু সে আমাদের জন্য রেখে যাচ্ছে, এক বুক স্মৃতি ও অপূরণীয় ইবাদত!"

১৬। " রমজানের শেষে নিজের আমল গুলোর দিকে তাকিয়ে দেখি... অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি!"

১৭। " রমজানের শেষ রাতের কান্নায় সত্যিকারের কান্না। হে আল্লাহ! তুমি এই চোখের পানি কবুল করো।"

১৮। " রমজানের শেষ রাতের বাতাসে যে বিষন্নতা রয়েছে, তা হয়তো ফেরেশতাদের ও কাদিয়ে দেয়!"

১৯। " হে রমজান, তুমি চলে যাও। কিন্তু তুমি যে তাকওয়ার আলো জ্বালিয়ে দিয়েছো, সেটাকে নিভে যেতে দিও না!"

২০। " তারাবি শেষ, সেহরী শেষ, কদর ও সেস...সবকিছু শেষ হলেও আল্লাহর দয়া তো শেষ না! তওবার দরজা এখনও খোলা আছে!"

রমজানের জুম'আ মোবারক এর স্ট্যাটাস

রমজান মাসের জুমা মোবারক নিয়ে সেরা কিছু স্ট্যাটাস জানতে নিচে বিস্তারিত পড়ুন। রমজান শেষ নিয়ে স্ট্যাটাস আমরা জানলাম। তবে এর পাশাপাশি রমজানের জুম'আ নিয়ে কিছু স্ট্যাটাস আমাদের জানা উচিত। তাই আমরা রমজানের জুম'আ নিয়ে এমন কিছু স্ট্যাটাস জানবো যেইগুলা আমাদের মন ছুঁয়ে যাবে এবং আমরা সেইগুলো ব্যবহার করতে পারবো।

১। রমজানের জুম'আ মানে... আমাদের জন্য দ্বিগুণ রহমত, দ্বিগুণ বরকত, আর অসংখ্য গুনা মাফের এক বড় সুযোগ!

২। রমজানের প্রতিটি জুমা মানে এক নূরের সাগর! এ সাগরে যে একবার ডুব দেই, গুনাহর বোঝা থেকে তার আত্মা ধুয়ে যায়!

৩। আজকের দিন শুধু জুম'আ নয়! বরং একটি রমজানের জুম'আ! আর আমাদের দোয়া কবুলের এক মূল্যবান মুহূর্ত!

৪। রমজানের জুম'আ মানে জান্নাতের হাওয়া... আত্মাকে প্রশান্ত করা ও দোয়ার দরজা খুলে দেওয়া!

৫। আজকের জুমার প্রতিটি মুহূর্ত যেন রহমতের ছোঁয়া! হে আল্লাহ! আমাদের নাম তোমার কবুল হওয়া বান্দাদের মধ্যে লিখে দাও, আমিন!

৬। রমজানের জুমা শুধু নামাজের জন্য নয়, বরং এটি আমাদের আত্মশুদ্ধির দিন! নিজেকে বদলে ফেলার জন্য শেষ একটা সুযোগ!

৭। হে আল্লাহ! যদি এটি আমার জীবনের শেষ জুম'আ হয়, তাহলে এটিকেই আমার জীবনের শ্রেষ্ঠ জুমা বানিয়ে দিন!

৮। যারা আজকের রমজানের জুমাতে কান্নার সাথে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহপাক তাদের গুনাহ গুলোকে বরফের মতো গলিয়ে দিবেন!

৯। এই রমজানের জুম'আয় এমন কিছু চেয়ে নাও, যেটা তোমার তকদিরে না থাকলেও, দয়াময় আল্লাহ তোমাকে দিয়ে দেন!

১০। হে প্রভু! আজকের দিনে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের অন্তর গুলোকে বিশুদ্ধ করে দাও এবং আমাদের ঈমানকে আরো বেশি মজবুত করে দাও, আমিন!

রমজানের শিক্ষা জীবনে প্রয়োগ নিয়ে স্ট্যাটাস

রমজান এমন একটি মাস যেটি আমাদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ধরা যায়। কেননা এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ধরা, আল্লাহর ইবাদত করা এবং তাকওয়ার শিক্ষা গ্রহণ করি। কিন্তু রমজানের শেষে যদি আমাদের ইবাদতের আগ্রহ কমে যায় বা
গুনাহ দেখে আবার লিখতে হয় তাহলে কি আমরা কিছু শিখতে পেরেছি? চলুন এ সম্পর্কে স্ট্যাটাস এর মাধ্যমে রমজানের শিক্ষা সারা জীবনের জন্য আমরা গ্রহণ করি। পাশাপাশি আমরা সেইগুলো বাস্তবে প্রয়োগ করার জন্য চেষ্টা করব।

***রমজানের শিক্ষা শুধুমাত্র এক মাসের জন্যই নয়, বরং এটি সারা জীবনের জন্য! রমজান কেটে গেলেও আমাদের তাকওয়া যেন থাকে!

***যদি রমজানের পরেও তুমি গুনাহের পথ ছেড়ে দাও, তাহলে বুঝে নিও রমজান তোমার জীবনে এক চমৎকার পরিবর্তন এনেছে!

***রমজান মাস আমাদের এটা শেখায় কিভাবে কম থেকেও ধৈর্য ধারণ করতে হয়! কোন ঘুমিয়েও ইবাদত করা যায়, তাহলে বাকি জীবন কেন পারব না?

***রমজানের পরে যদি কোরআনের সাথে দূরত্ব বেড়ে যায়, তাহলে বুঝে নিও রমজানের আলো এখনো আমাদের অন্তরে পুরোপুরি প্রবেশ করেনি!

***রমজানের শিক্ষা এমনভাবে গ্রহণ করো, যেন ঈমান তোমার এক মাসের অতিথি না হয়ে, সারা জীবনের সঙ্গী হয়!

***রমজান মাসে আমরা শয়তানকে বন্দী পায়, কিন্তু রমজানের পরেও যদি আমরা গুনাহে জড়িয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সমস্যা আমাদের নিজেদের ভিতরেই!

***রমজানের পরেও যদি গরীব দুঃখীর কথা তোমার মনে থাকে, তাহলে বুঝবে তোমার রোজা শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না!

***রমজানে যেমন ইবাদতে আগ্রহী হও, সারা জীবন সেটি চেষ্টা করো। তাহলে দেখবে তোমার জীবনটাই বদলে গেছে!

***রমজানের পরে তাকওয়ার আলো নিভতে দিও না! কারণ এই জীবনটা এক দীর্ঘ পরীক্ষার নাম!

***রমজান যদি বিদায় নিয়ে নেই, তাহলে নিজেকে প্রতিনিয়ত জিজ্ঞেস করো... আমি কি আজও আল্লাহর সন্তুষ্টির পথে আছি?

রমজান শেষ হওয়ায় মন খারাপ নিয়ে স্ট্যাটাস

রমজান মাস যখন আমাদের কাছে থেকে বিদায় নিয়ে নেয় তখন এর সাথে অফুরন্ত রহমত, মাগফিরাত ও অশেষ বরকতও বিদায় নিয়ে নেই। যেটা আমাদের মনে এক দুঃখজনক প্রভাব ফেলে। কেননা রমজান মাস আছে আমাদের জীবনে এক শান্তির বাতাস নিয়ে।তাই চলুন রমজান শেষ হওয়ার এইরকম একটা মুহূর্ত অনুভব করার জন্য জেনে নিই রমজান শেষ হয় মন খারাপ নিয়ে কিছু স্ট্যাটাস সম্পর্কে।

***রমজান তো চলে যাচ্ছে, কিন্তু আমার অন্তর যে এখনো এই বরকতময় মাসটিকে আঁকড়ে ধরে রাখতে চায়!

***হে রমজান! তুমি কি আবারও আমাদের মাঝে ফিরে আসবে? তুমি কি আবারও আমাদের চোখে অশ্রু এনে দেবে? তুমি কি আবারও আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে?

***রমজানের শেষ রাতগুলো যেন এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে আমাদের মাঝে, যেন আমাদের আত্মা কেঁদে কেঁদে বলে, আবার আসবে তো?

***আমাদের কাছে রমজানের বিদায়ের মুহূর্ত মানে, এক বিশেষ বন্ধু চলে যাও! যে বন্ধু আমাদেরকে আল্লাহর জান্নাতের জন্য নিতে এসেছিল!

***রমজান যদিও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তবুও আল্লাহ তো আমাদের জন্য আছেই। আমরা যেন এই রমজানের পরেও আল্লাহকে ভুলে না যায়!

***এই সেই মাস... যে মাসে আমাদের চোখ ভিজেছিল, হৃদয় নরম হয়েছিল এবং আমাদের শ্রেষ্ঠ সঙ্গী ছিল কুরআন, হে আল্লাহ! তুমি এই অনুভূতিকে সারা জীবন ধরে রাখতে দাও!

***রমজান মাস চলে গেলেও আমার ইবাদত যেন না কমে, আমার তাকওয়া যেন না নেবে এবং আমার অন্তর যেন আল্লাহর প্রেমে পাগল থাকে!

***হে রমজান! তোমার জন্য আমাদের এই হৃদয় কান্নায় ভেঙে পড়েছে, তুমি আবার আমাদের মাঝে আসবে তো? আবারো কি এনে দেবে সেই প্রশান্তি?

***হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান... যদি সত্যিই সেটা হয়, তাহলে কি আমি যথেষ্ট প্রস্তুতি নিতে পেরেছি?

***রমজানের রাতগুলো যেমন আমাদেরকে কাঁদিয়েছে, বিদায় বেলাতেও সে কান্নাই নিয়ে গেল! হে রাব্বুল আলামিন! এই মাসকে আপনি আবার আমাদের জীবনে ফিরিয়ে দেন!

রমজানের শেষে ঈদের খুশি নিয়ে স্ট্যাটাস

রমজানের রোজা রাখার পরে, নিয়মিত কোরআন তেলাওয়াতের পরে এবং সারারাত ধরে ইবাদত করার পরে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে আমাদের জন্য ঈদের খুশি দেন। যেই পুরস্কার আমাদের সকলের হৃদয়কে আনন্দে ভরিয়ে তোলে। রমজানের শেষে ঈদের খুশি নিয়ে কিছু স্ট্যাটাস নিচে জেনে নিন যা আপনার মনে প্রশান্তি দেবে।

***রমজানের বিদায়ের অশ্রু মুছে দেয়, ঈদের খুশির হাসি! আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক!

***এক মাসের ইবাদতের পর আল্লাহপাক আমাদের জন্য পাঠিয়েছেন ঈদের উপহার! তাই আসুন, আজ আমরা হাসি এবং আমাদের মধ্যকার আনন্দ গুলো ভাগাভাগি করে নিই!

***রোজার ত্যাগ, রাত জেগে দোয়া, আমাদের চোখে অশ্রু... সব মিলিয়েই এই ঈদ আমাদের জন্য এক অফুরন্ত পুরস্কার!

***রমজানের রোজা রাখার পরে ঈদের খুশি যেন আমাদের জন্য জান্নাতের ছোট্ট একটি ঝলক! আল্লাহ যেন আমাদের জীবনে বরকত দান করেন!

***ঈদের দিন মানে শুধু আনন্দ নয়, বরং এটি সেই দিন যেদিন আল্লাহ পাক তার বান্দাদের জন্য অর্থাৎ আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন!

***একটি মাস রোজা রাখার পরে আমরা শিখেছি ধৈর্য ধরা এবং আল্লাহ ভীতি, আজ সেই পরিশ্রমের ফল ঈদের খুশি হয়ে আমাদের কাছে ধরা দিল!

***যাদের সাথে তোমার মনোমালিন্য ছিল, ঈদের দিন তাদের কাছে এসে বলো... ভাই! সব ভুলে যাই, ঈদ মোবারক!

***যারা ঈদের দিনেও খালি হাতে আছে তাদের জন্য কিছু একটা করো! কেননা তাদের মুখের হাসিতে লুকিয়ে আছে প্রকৃত!

***ঈদ মানেই আনন্দ যেটা সকলের মধ্যে থাকা উচিত! যদি কোন গরিব ব্যক্তিকে দেখ তাহলে তাকেও বুঝিয়ে দাও ঈদের আনন্দ! তুমিই পারবে সেটা!

***ঈদ মানে শুধুমাত্র নতুন পোশাক নয়, বরং ঈদ হচ্ছে এক নতুন ভালোবাসা! এক নতুন আশা-আকাঙ্ক্ষার রূপ! যেটা আমাদের সকলের মধ্যেই থাকা উচিত! 

প্রেরণামূলক ইসলামিক স্ট্যাটাস

আমাদের জীবনে এমন কিছু সময় আসতে পারে, যে সময় গুলোতে দুঃখ-দুর্দশা আমাদের পিছু ছাড়বে না, সবকিছু কেমন জানি কঠিন মনে হবে। আর এরকম মুহূর্তে আমাদের এটাই মনে করতে হবে আল্লাহপাক আমাদের সাথে আছেন। আর এমনটা মনে করার জন্য প্রেরণামূলক কিছু ইসলামিক স্ট্যাটাস রয়েছে যা নিচে আলোচনা করা হলো।


***আল্লাহ পাক যখন তোমাকে ধৈর্য ধরতে বলেছেন, তখন তিনি জানেন তোমার জন্য এর পরিণতি উত্তম হতে পারে! তাই সর্বদা ধৈর্য ধরো!

***জীবনে কখনো হতাশ হইয়ো না! কেননা তোমার এক ফোটা চোখের পানি, তোমার একবার আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে!

***যদি এই দুনিয়াটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যায় তাহলে তুমি সিজদায় গিয়ে বলো... হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল! আল্লাহ যথেষ্ট!

***একটা কথা মনে রেখ, যারা মানুষের প্রশংসায় কাজ করে, তারা একসময় ক্লান্ত হয়ে পড়ে! কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে তারা কখনো ক্লান্ত হয় না!

***সর্বদা আল্লাহর উপরে ভরসা করো, কেননা তিনি তোমার সেই দুঃখ দেখেছেন, যে দুঃখের কথা তুমি কাউকে বলোনি!

***একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তোমার জন্য হাজারো দরজা খুলে দিবেন! শুধুমাত্র বিশ্বাস রাখো।

***জীবনের সব সমস্যার সমাধান মাত্র দুই জায়গায়! সেটা হচ্ছে... সিজদার মধ্যে এবং কুরআনের পাতায়!

***তুমি যদি আল্লাহকে মনে রাখো, তাহলে আল্লাহ পাক তোমাকে এমন ভাবে সাহায্য করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না!

***দুনিয়ার সবচেয়ে শান্তির কাজ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা! কেননা তিনি কখনো তোমাকে ছেড়ে দিবেন না!

***জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও, আল্লাহর কাছে দোয়ার দরজা কখনো বন্ধ হয় না!

আমাদের শেষ কিছু কথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেল থেকে আপনি রমজান শেষ নিয়ে স্ট্যাটাস সহ আরো বেশ কিছু স্ট্যাটাস সম্পর্কে জানলেন। বিশেষ করে রমজানের জুম্মা মোবারক নিয়ে স্ট্যাটাস রমজানের শিক্ষা জীবনের প্রয়োগ এবং রমজানের শেষে ঈদের খুশি নিয়ে স্ট্যাটাসগুলো এই রমজানে আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে বলে মনে করি।

তবে আজকের আর্টিকেলে যে প্রেরণামূলক ইসলামিক স্ট্যাটাস গুলো উল্লেখ করা হয়েছে এগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আপনি যদি এই ধরনের উপকারী এবং স্পেশাল স্ট্যাটাস পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এখানে আপনি এই ধরনের পোস্ট প্রতিনিয়ত পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url