ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫
প্রিয় পাঠক, ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও এর সঠিক ভাড়া কত টাকা এটা জানতে
হলে আজকের এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজকে এর সঠিক সময়সূচী ও ভাড়া সহ
আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যা আমাদের ট্রেন ভ্রমনে অনেক সহায়ক
হবে।
আমাদের প্রতিদিনের এই ব্যস্ত জীবনে আমরা বিভিন্ন কারণে ঢাকা থেকে নরসিংদী ট্রেন
ভ্রমণ করে থাকি। তবে এর জন্য আমাদের সঠিক সময় ও ভাড়া জানার পাশাপাশি কিভাবে
ভ্রমণকে আরামদায়ক করা যায় সে সম্পর্কে জানা জরুরী। চলুন তাহলে এইসকল গুরুত্বপূর্ণ
বিষয় সম্পর্কে জেনে নিই।
পোস্ট সূচিপত্রঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়া কত
- ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী (আপডেট)
- ঢাকা টু নরসিংদী ট্রেনের সঠিক ভাড়া
- নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী
- ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার
- ঢাকা টু নরসিংদী ট্রেনে কেন যাবো
- ঢাকা টু নরসিংদী বাস ভাড়া কত
- ঢাকা টু নরসিংদী আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
- ঢাকা টু নরসিংদী সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- আমাদের শেষ কিছু কথা
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী (আপডেট)
ঈদের ছুটি কিংবা কোন বিশেষ কারণে আমরা ঢাকা থেকে নরসিংদী গিয়ে থাকি তাইনা? তার
জন্য আমাদের সবচেয়ে সহজ যানবাহন হচ্ছে ট্রেন যার মাধ্যমে আমরা এই যাত্রা করে
থাকি। তবে এর জন্য আমাদের ঢাকা টু নরসিংদী সময়সূচী জানার প্রয়োজন পড়ে যার আপডেট
এবং সঠিক সময় আমরা এখন জানবো নিচের টেবিল থেকে। তাহলে চলুন জেনে নেওয়া
যাক।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় | যেদিন বন্ধ থাকে |
---|---|---|---|---|
১ | উপকূল এক্সপ্রেস ৭১২ | বিকেল ৩ঃ১০ মিনিট | বিকেল ৪ঃ২০ মিনিট | মঙ্গলবার |
২ | মহানগর এক্সপ্রেস ৭২২ | রাত ৯ঃ২০ মিনিট | রাত ১০ঃ৩০ মিনিট | রবিবার |
৩ | এগারসিন্ধু প্রভাতী ৭৩৭ | সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিট | সন্ধ্যা ৭ঃ৫৫ মিনিট | বুধবার |
৪ | উপবন এক্সপ্রেস ৭৩৯ | রাত ১০ঃ০০ মিনিট | রাত ১১ঃ১০ মিনিট | ছুটি নেই |
৫ | এগারসিন্ধুর গোধূলি ৭৪৯ | সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিট | সন্ধ্যা ৭ঃ৫৫ মিনিট | বুধবার |
৬ | কিশোরগঞ্জ এক্সপ্রেস ৭৮১ | সকাল ১০ঃ৩০ মিনিট | সকাল ১১ঃ৪০ মিনিট | সোমবার |
৭ | চট্টলা এক্সপ্রেস ৮০২ | দুপুর ১ঃ৪৫ মিনিট | দুপুর ২ঃ৫০ মিনিট | শুক্রবার |
ঢাকা টু নরসিংদী ট্রেনের সঠিক ভাড়া
ঢাকা থেকে নরসিংদী ট্রেন ভ্রমণের ক্ষেত্রে এর সঠিক সময়সূচি জানার পাশাপাশি
আমাদের এর সঠিক ভাড়া সম্পর্কে জানা উচিত। কেননা অধিক সময় এর প্রতিটি
সিটের ভাড়া না জানার কারণে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তাই
এ বিভ্রান্তি কাটাতে কোন ট্রেনের ভাড়া কত টাকা চলুন সে সম্পর্কে আপডেট জেনে
নিই।
সিটের ধরণ | নির্ধারিত ভাড়া |
---|---|
শোভন | ৬০ টাকা |
শোভন চেয়ার | ৭০ টাকা |
প্রথম আসন | ১০৪ টাকা |
স্নিগ্ধা | ১৩৩ টাকা |
এসি সিট | ১৫৬ টাকা |
এসি বার্থ | ২৩৬ টাকা |
নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী
আমরা ইতোমধ্যে ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও এর সঠিক ভাড়া সম্পর্কে
জেনেছি। কিন্তু নরসিংদী থেকে ঢাকা আসার জন্য যেসব ট্রেন আমরা ব্যবহার করব
সেসব ট্রেনের সময়সূচি কি আমাদের জানা উচিত নয়? উত্তরে আমি বলব হ্যাঁ।
কেননা ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য ট্রেনের সঠিক সময়সূচী জানা যেমন
জরুরী ঠিক তেমনি নরসিংদী থেকে ঢাকা আসার ট্রেনের সময়সূচি আমাদের জানা
জরুরি। তবে চলুন দেরি না করে নিচে জেনে নিই।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় | যেদিন বন্ধ থাকে |
---|---|---|---|---|
১ | এগারো সিন্ধুর প্রভাতী | সকাল ৯ঃ০৫ মিনিট | সকাল ১০ঃ৩০ মিনিট | ছুটি নেই |
২ | উপকূল এক্সপ্রেস | সকাল ১০ঃ০৭ মিনিট | সকাল ১১ঃ২০ মিনিট | বুধবার |
৩ | চট্টলা এক্সপ্রেস | দুপুর ১১ঃ০০ মিনিট | দুপুর ১২ঃ১০ মিনিট | মঙ্গলবার |
৪ | কালনী এক্সপ্রেস | দুপুর ১১ঃ৪০ মিনিট | দুপুর ১ঃ০৫ মিনিট | শুক্রবার |
৫ | এগারো সিন্ধুর গোধূলি | বিকাল ৩ঃ২৫ মিনিট | বিকেল ৪ঃ৪৫ মিনিট | বুধবার |
৬ | কিশোরগঞ্জ এক্সপ্রেস | সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট | রাত ৮ঃ০০ মিনিট | সোমবার |
৭ | মোহনগঞ্জ এক্সপ্রেস | সন্ধ্যা ৫ঃ৩০ মিনিট | সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট | শুক্রবার |
৮ | মহানগর এক্সপ্রেস | সন্ধ্যা ৫ঃ৩০ মিনিট | সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট | রবিবার |
ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার
প্রিয় পাঠক ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী ও ভাড়া জানার
পাশাপাশি সড়কপথে, রেলপথে, আকাশপথে ও পানিপথে এর দূরত্ব কত কিলোমিটার এটা
আমাদের জানা উচিত। যেটা এখন আমরা খুব সহজেই জানবো। আমরা যদি সড়ক পথে
এর দূরত্ব হিসেব করে তাহলে এটি মোট ৪৬ কিলোমিটার এর মতো। আবার আমরা যদি রেলপথে
এর দূরত্ব হিসেব করি তাহলে এটি হয়
প্রায় ৩৯ কিলোমিটার। আবার আমরা যদি আকাশ পথে এর দূরত্ব হিসেব করি তাহলে
এটি ২১ মাইল মানে ৩৩ কিলোমিটার ও পানিপথে এটি মোট ৪৫-৫০ কিলোমিটার এর মতো
প্রায়। তাহলে আমরা জানতে পারলাম জায়গাভেদে এর দূরত্ব কমবেশি
রয়েছে। তবে সাধারণত ঢাকা টু নরসিংদী সড়ক পথে কত কিলোমিটার এই দূরত্বই
হিসাব করা হয়।
ঢাকা টু নরসিংদী ট্রেনে কেন যাবো
ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য ট্রেন ভ্রমণ আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ ও
জনপ্রিয় হতে পারে। কিন্তু সেটা কিভাবে? প্রথমত ট্রেনে চলাচল করার ক্ষেত্রে কোন
রকমের যানজটের ঝামেলা নেই। যার কারণে আপনি শান্তিতে ভ্রমণ করতে পারবেন। আর
ট্রেনে যাওয়ার সময় আপনি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন
যেটা আপনার মনে প্রশান্তি এনে দেবে।
দ্বিতীয়তঃ ট্রেন ভ্রমণের ক্ষেত্রে এতে প্রাইভেট কার কিংবা বাসের থেকে ভাড়া
তুলনামূলক অনেক কম লাগে এবং পরিবেশবান্ধব ভ্রমণ করা যায় যেটা আপনার অতিরিক্ত
খরচ কমাবে এবং মন ও স্বাস্থ্যকে ভালো রাখবে। ট্রেনে রয়েছে বিভিন্ন মানের সিট
যার কারণে আপনার চাহিদা অনুযায়ী আপনি যেকোনো সিটে যেতে পারবেন। এসব দিক থেকে
বিবেচনা করলে এটাই বোঝা যায় ট্রেন ভ্রমণ আপনার জন্য সবচেয়ে বেশি ভালো
হবে।
ঢাকা টু নরসিংদী বাস ভাড়া কত
আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা ঢাকা থেকে নরসিংদী ট্রেনে যাওয়ার বিপরীতে
বাসে করে যেতে আগ্রহী। তার জন্য আমাদের বাস ভাড়া জানা উচিত। আর সেটা যদি এখন
আমরা জেনে নিই তাহলে আমাদের বাড়তি ঝামেলা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
তাই আমাদের সুবিধার্থে এখন আমরা এর বাস ভাড়া কত সেটা জানবো।
সিটের ধরণ | বাসের ধরণ | বাসের ভাড়ার পরিমান |
---|---|---|
সাধারণ সিট | নন এসি লোকাল বাস | ৯০-১০০ টাকা ভাড়া |
আরামদায়ক সিট | নন এসি চেয়ার কোচ | ১০০-১১০ টাকা ভাড়া |
শীতাতপ নিয়ন্ত্রিত সিট | এসি বাস | ১৩০-১৭০ টাকা ভাড়া |
এক্সিকিউটিভ সিট | বিলাসবহুল এসি বাস | ১৭০-১৮০ টাকা ভাড়া |
মহিলা ও প্রতিবন্ধি সিট | সব বাসে রয়েছে | সমান ভাড়া কিছু কম/বেশি |
ঢাকা টু নরসিংদী আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
ঢাকা টু নরসিংদী আমরা যখন ট্রেন ভ্রমণ করব তখন সেই ভ্রমণকে অনেক বেশি
আরামদায়ক করে তুলতে পারি কিছু কাজ করার মাধ্যমে। তাই ট্রেন ভ্রমণের
ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই সকল বিষয়ে জানা উচিত যা আমাদের ভ্রমণকে সুন্দর করে
তুলবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সে সকল গুরুত্বপূর্ণ টিপস গুলো জেনে
নিই।
- ট্রেন ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক ট্রেন বেছে নেওয়া। আমরা যদি সঠিক ট্রেন বেছে নিতে পারি তাহলে অতিরিক্ত ভিড় থেকে মুক্তি পাবো এবং শান্তিতে ভ্রমণ করতে পারব। বিশেষ করে চট্টলা এক্সপ্রেস এটার জন্য পারফেক্ট হবে।
- ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার সময় শোভন চেয়ার কিংবা এসি সিট বেছে নিতে পারেন। কেননা এই দুইটি আসন সবচেয়ে বেশি আরামদায়ক। যেটাতে গেলে শান্তিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ভ্রমণ করতে পারবেন।
- চিন্তামুক্ত থাকার জন্য ভ্রমণের কমপক্ষে চার থেকে পাঁচ দিন আগে টিকিট সংগ্রহ করে রাখতে পারেন। যেদিন ট্রেন ছাড়বে সেদিন ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট আগে স্টেশনে যাবেন। এতে করে আপনার কোন রকমের দুশ্চিন্তা হবে না।
- ট্রেন ভ্রমণের ক্ষেত্রে হালকা কিছু শুকনা খাবার এবং পানি সাথে রাখবেন। রাস্তার মধ্যে ক্ষুধা লাগলে কিংবা পিপাসা বলে খেয়ে নেবেন।
- মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখবেন। মন ভালো রাখার জন্য পছন্দের কোনো গল্পের বই কিংবা যেকোনো বই পড়তে পারেন।
- আপনার গন্তব্য স্থল নরসিংদী পৌঁছানোর পরে ট্রেন থেকে নেমে আশেপাশের কিছু সৌন্দর্যময় জায়গা উপভোগ করে নিন। এতে করে আপনার মনে প্রশান্তি আসবে।
ঢাকা টু নরসিংদী সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠক ঢাকা টু নরসিংদী ট্রেন ভ্রমণ এর ক্ষেত্রে আমাদের অনেকের মনের মধ্যে
অনেক অনেক রকম প্রশ্ন থেকে থাকে যার সঠিক উত্তর আমরা সহজে কোথাও খুঁজে পায় না।
এখন আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আমাদের মনে
থাকা সমস্ত প্রশ্নের উত্তর আমরা সহজেই জেনে যাবো। চলুন তাহলে এক কথায় সেসব প্রশ্ন
ও এর উত্তর গুলো জেনে নেওয়া যাক।
প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী কিভাবে সহজে ট্রেনের টিকিট কাটা যায়?
উত্তরঃ সহজে ট্রেনের টিকিট কাটার জন্য আপনি অনলাইনে eticket.railway.gov.bd এখানে
কিংবা এর রেল সেবা অ্যাপে খুব সহজেই কেটে নিতে পারেন।
প্রশ্নঃ ট্রেন ভাড়া ছাড়া কি অতিরিক্ত কোন সার্ভিস চার্জ আছে কি ?
উত্তরঃ মূলত টিকিতের বাহিরে কোন চার্জ লাগে না। তবে আপনি যদি খাবার নেন বা
অতিরিক্ত সিট নিতে চান তাহলে বাড়তি কিছু চার্জ লাগতে পারে।
প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী রুটে ট্রেন ও বাসের মধ্যে কোনটা বেশি সেরা
মাধ্যম?
উত্তরঃ আপনি যদি আরামদায়ক ও শান্তিপূর্ণভাবে যেতে চান তবে ট্রেন পারফেক্ট
হবে বলে মনে করি। আর বাসের তুলনায় ট্রেনে সময়মত ও দ্রুত পৌঁছাতে পারবেন।
প্রশ্নঃ ট্রেনে যদি সবাই পরিবর্তিত হয় তাহলে এর আপডেট কোথায় পাবো?
উত্তরঃ খুব দ্রুত এর আপডেট পাওয়ার জন্য আপনি বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল
ফেসবুক পেজ ফলো করতে পারেন। এখানে খুব দ্রুত এর আপডেট দেওয়া হয়।
প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী ট্রেন কি রাতে চলে?
উত্তরঃ হ্যাঁ। আপনি যদি চান তাহলে রাতে ঢাকা থেকে নরসিংদী যেতে পারেন। কেননা রাত
৯ টার পরেও কিছু অন্তরনগর ট্রেন রয়েছে যেগুলো চলাচল করে।
প্রশ্নঃ যদি কোন ভাবে ট্রেন লেট হয়ে যায় তাহলে কি টিকিট ফেরত দেওয়া
যায়?
উত্তরঃ না। কোন ভাবে ট্রেন লেট হয়ে গেলে আপনি টিকিট ফেরত দিতে পারবেন না। এর কোন
সুযোগ নেই।
প্রশ্নঃ নরসিংদী থেকে ঢাকায় দিনে প্রায় কয়টা ট্রেন আসে ?
উত্তরঃ প্রতিদিন কমপক্ষে ১০ টার বেশি ট্রেন নরসিংদী থেকে ঢাকায় আসে।
আমাদের শেষ কিছু কথা
প্রিয় পাঠক আজকের আর্টিকেল থেকে আপনি স্পস্তভাবে জানলেন যে ঢাকা টু নরসিংদী
ট্রেনের সময়সূচী ও এর আপডেট ভাড়া কত সে সম্পর্কে। আমি আসা করি আজকের আর্টিকেলে
আলোচিত এই গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য অনেক বেশি সাহায্যকারী হিসেবে কাজ করবে।
পাশাপাশি এর এই রুটে বাস ভাড়া সম্পর্কেও আমরা আলোচনা করেছি , যা আপনার জেনে থাকা
উচিত।
সবশেষে আমি এটায় বলবো আপনি যদি ঢাকা টু নরসিংদী ট্রেনের এই সময়সূচী এ ভাড়া
সম্পর্কিত আজকের আর্টিকেল সম্পর্কে সঠিক ভাবে জেনে থাকেন তবে এটাই আপনার ভ্রমনে
যথেষ্ট হয়ে যাবে। আজকের আর্টিকেল যদি আপনার ভালো লাগে তবে প্রতিনিয়ত এমন পোস্ট
পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url