ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত জানুন (আপডেট)

আজকের আর্টিকেলে আমরা ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও এর আপডেট ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী, ভাড়া এবং এ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস জানতে চান তাহলে আজকের আর্টিকেল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 
ঈশ্বরদী-থেকে-খুলনা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
আমরা বিভিন্ন কারণেই ট্রেন ভ্রমণ করে থাকি। কিন্তু এর সঠিক সময়সূচি বা ভাড়া সম্পর্কে ধারণা না থাকায় বিভিন্ন সময় আমাদের সমস্যায় পড়তে হয়। তাই আপনাদের সুবিধার্থে এখন আমরা ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে ভ্রমণ সম্পর্কিত আপডেট তথ্য ও টিপস দিবো যেগুলো আপনার ভ্রমণকে শান্তিময় করে তুলবে। 

পোস্ট সূচিপত্রঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত

ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী (আপডেট) 

আপনি ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী জেনে ট্রেন যাত্রা করার পরিকল্পনা করছেন তাইনা? তবে আপনি যদি এর সঠিক সময় না জানেন তবে যেকোনো মুহূর্তে ট্রেন কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে। আর তাই আপনার সুবিধার্থে নিচে আমরা ঈশ্বরদী থেকে খুলনা ট্রেন সকাল, দুপুর বা রাতে কখন কোনসময় চলে এর আপডেট সময়সূচী নিচে উপস্থাপন করেছি। চলুন তাহলে আন্তঃনগর ট্রেন ও মেইল ট্রেনের সময়সূচী জেনে নেওয়া যাক। 

আন্তঃনগর ট্রেনের সময়সূচীঃ 
ট্রেনের নাম ট্রেনের নাম্বার ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময় যেদিন ছুটি থাকে
কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৬ নাম্বার বিকেল ৩ঃ৪৫ মিনিট রাত ৮ঃ২৫ মিনিট শুক্রবার
রূপসা এক্সপ্রেস ৭২৮ নাম্বার দুপুর ২ঃ০০ মিনিট সন্ধ্যা ৬ঃ২০ মিনিট বৃহস্পতিবার
সীমান্ত এক্সপ্রেস ৭৪৮ নাম্বার রাত ১১ঃ৫৫ মিনিট ভোর ৪ঃ২০ মিনিট সোমবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস ৭৬২ নাম্বার সকাল ৭ঃ২০ মিনিট দুপুর ১২ঃ১৫ মিনিট সোমবার
চিত্রা এক্সপ্রেস ৭৬৪ নাম্বার রাত ১২ঃ৩৫ মিনিট ভোর ৫ঃ১০ মিনিট রবিবার

মেইল ট্রেনের সময়সূচীঃ 
ট্রেনের নাম ট্রেনের নাম্বার ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময় যেদিন ছুটি থাকে
মহানন্দা এক্সপ্রেস ১৬ নাম্বার সকাল ৯ঃ৫০ মিনিট বিকেল ৪ঃ৪০ মিনিট প্রতিদিন চলে
রকেট এক্সপ্রেস ২৪ নাম্বার সন্ধ্যা ৬ঃ০০ মিনিট রাত ১১ঃ৪৫ মিনিট প্রতিদিন চলে
আশা করা যায় আপনি উপরের উল্লেখিত সময়সুচি থেকে আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন এর পুরো সময়সূচী অনেক ভালো ভাবে জানতে এবং বুঝতে পেরেছেন। কারণ সবচেয়ে সহজভাবে এখানে উল্লেখ করা রয়েছে আপনার বোঝার সুবিধার্থে। 

ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের ভাড়া কত (আপডেট) 

ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচি জানার পাশাপাশি এর ভাড়ার পরিমান জানাও আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। কেননা পূর্ব থেকে যদি এগুলো জেনে রাখা যায় তাহলে আমাদের ভ্রমণকে অনেকটা শান্তিময় করে তোলা সম্ভব। তাই আপনাদের জন্য এখন সাশ্রয়ী ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনা করবো। যেখানে আপনি সব আসনের ভাড়ার পরিমান জানতে পারবেন। চলুন তবে বেশি কথা না বাড়িয়ে একবারে জেনে নিই। 

সিটের ধরণ ভাড়ার পরিমান
শোভন চেয়ার ২৯০ টাকা
শোভন ২৯০ টাকা
প্রথম সিট ৪৫০ টাকা
প্রথম বার্থ ৬৬৭ টাকা
স্নিগ্ধা ৫৫৮ টাকা
এসি সিট ৬৬৭ টাকা
এসি বার্থ ১০০০ টাকা

ঈশ্বরদী থেকে খুলনা কোন কোন ট্রেন চলে 

ঈশ্বরদী থেকে খুলনা কোন কোন ট্রেন চলে এটা জানার জন্য আমরা অনেকেই গুগলে এসে সার্চ করে থাকি। তাই আপনাদের জানার সুবিধার্থে এখন আমরা ঈশ্বরদী থেকে খুলনা কোন কোন ট্রেন চলাচল করে সব ট্রেনের নাম জানবো। চলুন এককথায় আন্তঃনগর ও মেইল ট্রেনের নামগুলো জেনে নেওয়া যাক। 
ঈশ্বরদী-থেকে-খুলনা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
আন্তঃনগর ট্রেন সমুহঃ 
  1. কপোতাক্ষ এক্সপ্রেস
  2. চিত্রা এক্সপ্রেস
  3. সাগরদাঁড়ি এক্সপ্রেস
  4. সীমান্ত এক্সপ্রেস
  5. রূপসা এক্সপ্রেস
মেইল ট্রেন সমুহঃ 
  1. রকেট এক্সপ্রেস
  2. মহানন্দা এক্সপ্রেস

খুলনা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী (আপডেট) 

প্রিয় পাঠক ঈশ্বর থেকে খুলনা ট্রেনের সময়সূচী আমরা ইতোমধ্যে জেনে গেছি। তবে এর পাশাপাশি আমাদের খুলনা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী জানাও উচিত হবে। কেননা ফেরার ট্রেনে আমাদের এটা জানতেই হতে পারে তাইনা। তাই পূর্বে থেকে যদি জেনে থাকি তাহলে আমরা অতিরিক্ত সময় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবো। তাহলে চলুন এক নিমিষে দেখে নিই খুলনা টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী। 

ট্রেনের নাম নাম্বার ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময় যেদিন বন্ধ থাকে
কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৫ নাম্বার সকাল ৬ঃ৪৫ মিনিট সকাল ১০ঃ৫০ মিনিট শুক্রবার
রূপসা এক্সপ্রেস ৭২৭ নাম্বার সকাল ৭ঃ২০ মিনিট সকাল ১১ঃ২৫ মিনিট বৃহস্পতিবার
সীমান্ত এক্সপ্রেস ৭৪৮ নাম্বার রাত ৯ঃ১৫ মিনিট রাত ১ঃ২০ মিনিট সোমবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস ৭৬১ নাম্বার বিকেল৪ঃ০০ মিনিট রাত ৮ঃ১৫ মিনিট সোমবার
চিত্রা এক্সপ্রেস ৭৬৩ নাম্বার সকাল ৯ঃ০০ মিনিট দুপুর ১ঃ১৫ মিনিট রবিবার

ঈশ্বরদী থেকে খুলনা কত কিলোমিটার 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঈশ্বরদী থেকে খুলনা যাওয়ার পূর্বে বা এমনেই এর দূরত্ব কত কিলোমিটার এটা জানার জন্য গুগলে এসে সার্চ করে থাকেন। তাই আপনাদের সুবিধার্থে এখন আমরা ঈশ্বরদী থেকে খুলনা সড়কপথে, আকাশ পথে এবং রেলপথে এটি মোট কত কিলোমিটার সে সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা যদি সড়ক পথে এর দূরত্ব হিসেব করি তাহলে এটি 
ঈশ্বরদী-থেকে-খুলনা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
মোট ১৮৩-১৮৭ কিলোমিটার এর মতো। তবে ড্রাইভিং রুট অনুযায়ী ১৮৩ কিলোমিটার। অন্যান্য উৎস অনুযায়ী এটি কিছুটা বেশি হতে পারে। আবার আমরা যদি আকাশপথে ঈশ্বরদী থেকে খুলনা এর দূরত্ব হিসেব করি তাহলে সে ক্ষেত্রে এটি প্রায় ১৫৩ কিলোমিটার এর মতো হয়ে থাকে। এখন রেলপথে এর দূরত্ব কত? 

যেহেতু আমরা রেলপথে যাবো তাই আমরা যদি রেলপথে এর দূরত্ব হিসেব করি তাহলে এটি প্রায় সড়কপথের দূরত্বের সমান। অর্থাৎ ১৮৪ বা ১৮৫ কিলোমিটার এর মতো। আশা করি আপনি ঈশ্বরদী থেকে খুলনা এর সমস্ত পথের সঠিক দূরত্ব জানতে পেরেছেন। 

ঈশ্বরদী থেকে খুলনা যেতে ট্রেনে কত সময় লাগে 

ঈশ্বরদী থেকে খুলনা ট্রেন ভ্রমণে আমাদের অনেকের মনে এ প্রশ্নটাও আসে যে ট্রেনে যেতে আসলে কত সময় লাগে? ঈশ্বরদী থেকে খুলনা সাধারণত আন্তঃনগর ট্রেন এবং মেইল ট্রেন চলে। অর্থাৎ মোট সাতটা ট্রেন এই রুটে চলাচল করে। যার ফলে প্রতিটি ট্রেনে যেতে সময় কিছুটা কমবেশি হয়ে থাকে। চলুন জেনে নিই কোন ট্রেনে কত সময় লাগতে পারে। 

  1. রুপসা এক্সপ্রেস--- প্রায় ৪ ঘন্টা ২০ মিনিট সময় লাগতে পারে। 
  2. কপোতাক্ষ এক্সপ্রেস--- প্রায় ৪ ঘন্টা ৪০ মিনিট সময় লাগতে পারে। 
  3. সীমান্ত এক্সপ্রেস--- প্রায় ৪ ঘন্টা ২৫ মিনিট সময় লাগতে পারে। 
  4. সাগরদাঁড়ি এক্সপ্রেস--- প্রায় ৪ ঘন্টা ৫০ মিনিট সময় লাগতে পারে। 
  5. চিত্রা এক্সপ্রেস--- প্রায় ৪ ঘন্টা ২৫ মিনিট সময় লাগতে পারে। 
  6. রকেট এক্সপ্রেস--- প্রায় ৫ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগতে পারে। 
  7. মহানন্দা এক্সপ্রেস--- প্রায় ৬ ঘন্ট ৫০ মিনিট সময় লাগতে পারে। 

ঈশ্বরদী থেকে খুলনা অনলাইনে টিকিট কাটার নিয়ম 

ঈশ্বরদী থেকে খুলনা ট্রেন ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর টিকিট সংগ্রহ করা। তবে আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে সে টিকিট সংগ্রহ করতে পারেন তাহলে এতে করে যেমন আপনার অতিরিক্ত সময় বেঁচে যাবে ঠিক তেমনি অতিরিক্ত ঝামেলা থেকেও মুক্তি পাবেন। চলুন খুব সহজে জেনে নিই কিভাবে আপনি ঈশ্বরদী থেকে খুলনা অনলাইনে টিকিট কাটবেন ঘরে বসে। 
ঈশ্বরদী-থেকে-খুলনা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
  • প্রথমে আপনি ক্রোম ব্রাউজার অথবা যেকোনো ব্রাউজার থেকে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট এ যাবেন। অথবা আপনি চাইলে মোবাইলে এর Rail Seba অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। 
  • এখানে প্রবেশ করার পরে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেটি লগইন করে নিন।
  • এরপরে সেখান থেকে ঈশ্বরদী ও খুলনা অপশনটি সিলেক্ট করে যাত্রার তারিখ ও ট্রেন নির্বাচন করুন। 
  • আপনার পছন্দমত শোভন, স্নিগ্ধা কিংবা ফার্স্ট ক্লাস চেয়ার সিট সিলেক্ট করুন। 
  • এরপরে সেখানে আপনার প্রয়োজনে তথ্য যেমন আপনার নাম, বয়স, জাতীয় পরিচয় পত্রের নাম্বার কিংবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ফরমটি পূরণ করুন। 
  • এরপরে বিকাশ নগর কিংবা অন্যান্য পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করে দিন। 
  • এরপরে আপনাকে ই-টিকেট পাঠানো হবে। যেটা প্রিন্ট করে কিংবা সেভ দিয়ে রাখতে পারেন।

ঈশ্বরদী থেকে খুলনা আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস 

আমরা যে ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে করে যাবো সেই ট্রেন ভ্রমণকে কিভাবে আরামদায়ক করা যায় সেটা কি আমাদের জানা আছে? হয়তোবা তেমন ভাবে জানা নাই। এখন আমরা ঈশ্বরদী থেকে খুলনা আরামদায়ক ট্রেন ভ্রমণের জন্য এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা জানার পরে আপনার ভ্রমণকে অনেক শান্তিময় করে তুলতে পারবেন। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে টিপসগুলো জেনে নিই। 

  • সর্ব প্রথমে আপনি ভ্রমণের ৪-৫ দিন আগে অনলাইনে কিংবা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। 
  • ভ্রমণকে অনেক বেশি আরামদায়ক করতে সেরা সিট বাছায় করে নেওয়ার চেষ্টা করবে। জানালার পাশের সিট নিতে পারেন যার ফলে পুরো ভ্রমণের ফিল সুন্দরভাবে পাবেন।  
  • চেষ্টা করবেন অধিক প্রয়োজনীয় এবং কম পরিমাণে জিনিস সাথে নেওয়ার। এতে করে বাড়তি চিন্তা বা ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। 
  • বিশেষ করে মোবাইল, মানিব্যাগ কিংবা এই ধরনের অধিক প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সাথে রাখার চেষ্টা করবেন। এতে করে হারানোর ভয় কিছুটা হলেও কম লাগবে। 
  • ঈশ্বরদী থেকে খুলনা কোন সময় ট্রেন ছাড়বে এটা সঠিকভাবে জেনে নিশ্চিত হয়ে নিন। তারপরে ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে স্টেশনে উপস্থিত হন। যার ফলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। 
  • আপনি চাইলে আপনার পছন্দের কিছু শুকনা খাবার সাথে রাখতে পারেন। যদিও ট্রেনে খাবার পাওয়া যায় তারপরেও নিজের স্বার্থের নিরাপত্তার জন্য এটি করা আপনার উচিত হবে। 
  • ফোনের চার্জের সমস্যা এড়াতে পাওয়ার ব্যাংক সাথে নিতে পারেন। কেননা ভ্রমণের সময় এটি অধিক কার্যকরী হয়ে ওঠে। 
  • ট্রেনে উঠলে হালকা শারীরিক সমস্যা বিশেষ করে মাথাব্যথা বা পেটের সমস্যা হতে পারে তাই পূর্বে থেকে কিছু ওষুধ সাথে রাখুন। 
  • জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য গুলো উপভোগ করতে করতে যান। এতে করে অনেক বেশি মানসিক শান্তি পাবেন। 
  • ট্রেন থেকে যে মুহূর্তে নামবেন তার কমপক্ষে ১০ মিনিট পূর্বে সমস্ত ব্যাগ পত্র গুছিয়ে নিন। যেন নামার সময় কোন ঝামেলা না হয়।  

ঈশ্বরদী থেকে খুলনা নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর 

ঈশ্বরদী থেকে খুলনা ট্রেন ভ্রমণের ক্ষেত্রে বা এই রুটে ভ্রমণের ক্ষেত্রে আমাদের অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থেকে থাকে যেটার উত্তর আমরা তেমন ভাবে কোথাও পায় না। তাই আপনাদের সেই সব ছোট ছোট প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এই আলোচনা। এখন আমরা আপনার সুবিধার্থে সেই সব প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো যেটা আপনি মনে মনে জানতে আগ্রহী। 
ঈশ্বরদী-থেকে-খুলনা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
১। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা যেতে মোট কতগুলো স্টেশন পড়ে? 
উত্তরঃ ঈশ্বরদী থেকে খুলনা যেতে মোট ১০-১২ টি স্টেশন পড়ে। 

২। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা সরাসরি ট্রেন আছে কি? 
উত্তরঃ হ্যাঁ। ওপরে যেসব ট্রেন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেসব সহ একাধিক সরাসরি ট্রেন রয়েছে এই রুটে। 

৩। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে কি স্লিপার কেবিন রয়েছে? 
উত্তরঃ সব ট্রেনে নেই তবে কিছু কিছু ট্রেনে রয়েছে। বিশেষ করে চিত্রা এক্সপ্রেস ও যাহানাবাদ এক্সপ্রেস এ স্লিপার কেবিন সুবিধা পাবেন। 

৪। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেন ভ্রমণে কোন ট্রেন সবচেয়ে বেশি সুবিধা জনক? 
উত্তরঃ ঈশ্বরদী থেকে খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস সবচেয়ে বেশি সুবিধাজনক এবং আরামদায়ক। 

৫। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে কি যাতায়াত করা নিরাপদ? 
উত্তরঃ হ্যাঁ এই ট্রেনে যাতায়াত নিরাপদ। তবে রাতের ট্রেনে একটু বেশি সতর্ক থাকা উচিত। 

৬। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে কি অন্যান্য মালামাল নেওয়া যায়? 
উত্তরঃ হ্যাঁ আপনি অন্যান্য মালামাল নিতে পারবেন তবে সে ক্ষেত্রে চার্জ একটু বেশি লাগতে পারে। 

৭। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে শিশুদের জন্য ভাড়া কত টাকা? 
উত্তরঃ শিশুর বয়স যদি তিন বছরের নিচে হয় তাহলে এর কোন ভাড়া লাগে না। তবে ৩-১২ বছরের মধ্যে হলে অর্ধেক ভাড়া দিলেই হয়। 
৮। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেন আসতে দেরি হলে কি করতে পারি? 
উত্তরঃ সেই মুহূর্তে স্টেশনের ঘোষণার প্রতি নজর রাখুন পাশাপাশি হেল্পডেক্সে যোগাযোগ করতে পারেন। 

৯। প্রশ্নঃ ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনে অনলাইনে কি পেমেন্ট করা যায়? 
উত্তরঃ হ্যাঁ আপনি চাইলে বিকাশ, নগদ কিংবা রকেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কার্ড এও পেমেন্ট করার সুবিধা রয়েছে। 

আমাদের শেষ কিছু কথা 

প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আমরা ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও এর সঠিক ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আপনার ভ্রমণকে কিভাবে আরামদায়ক করবেন সে সমস্ত টিপস খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছি। ট্রেনের বিকল্পে আপনি কিভাবে যেতে পারেন সেই সকল বিষয়েও খুব সুন্দর ভাবে তুলে ধরেছি। আশা করি আজকের এই আর্টিকেল আপনার পুরো যাত্রার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। 

আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট ফলো করে সাথে থাকুন। এখানে আপনি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং টিপস রিলেটেড আর্টিকেল পেয়ে যাবেন। হ্যাপিনেস ভ্লগ এর অ্যাডমিন আমি লিখন ভাইয়া সর্বদা আপনার সেবায় নিয়োজিত। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url