ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত জানুন (আপডেট)
আজকের আর্টিকেলে আমরা ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও এর সঠিক ভাড়া সম্পর্কে
আপডেট তথ্য জানতে চলেছি। আপনি যদি এই বিষয়গুলো জানার জন্য এসে থাকেন তবে
আপনি সঠিক জায়গাতেই এসেছেন।
সাধারণত ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে ট্রেন। আর এই
ট্রেনে ভ্রমণের জন্য আমাদের শুরুতে এর সঠিক সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে হবে
যেটা আমরা আজকের এই আর্টিকেল থেকে সুন্দর ভাবে জানবো।
পোস্ট সূচিপত্রঃ ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত
- ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী (আপডেট)
- ফেনী থেকে ঢাকা কোন কোন ট্রেন যায়
- ফেনী থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত টাকা
- ঢাকা থেকে ফেনী ট্রেনের সময়সূচী
- ফেনী থেকে ঢাকা কেন ট্রেনে যাওয়া উচিত
- ফেনী থেকে ঢাকা বাস ভাড়া কত
- ফেনী টু ঢাকা আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
- ফেনী থেকে ঢাকা কত কিলোমিটার
- ফেনী টু ঢাকা সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- আমাদের শেষ কিছু কথা
ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী (আপডেট)
ঈদের ছুটি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে আমরা ফেনী থেকে
ঢাকা গিয়ে থাকি। যেই সফরে সবচেয়ে সেরা মাধ্যম হিসেবে আমরা ট্রেন বেঁছে নিই।
কেননা ট্রেনে করে যেমন কম সময় লাগে ঠিক তেমনি শান্তিতে যাওয়া যায়। তবে এই
ট্রেনে ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের এর সঠিক সময়সূচী জানা প্রয়োজন। তাহলে
চলুন এই রুটে প্রতিটি ট্রেনের সময়সূচী জেনে নিই।
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় | যেদিন বন্ধ থাকে |
---|---|---|---|
মহানগর গোধূলি এক্সপ্রেস | বিকাল ৪ঃ২৫ মিনিট | রাত ৮ঃ৪৫ মিনিট | ছুটি নেই |
মহানগর এক্সপ্রেস | দুপুর ২ঃ০০ মিনিট | সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিট | রবিবার |
তূর্ণা নিশীথা এক্সপ্রেস | রাত ১২ঃ৫৫ মিনিট | ভোর ৫ঃ১০ মিনিট | ছুটি নেই |
কর্ণফুলী এক্সপ্রেস | সকাল ১১ঃ৩০ মিনিট | সন্ধ্যা ৬ঃ২০ মিনিট | ছুটি নেই |
চট্টলা এক্সপ্রেস | সকাল ৭ঃ৩০ মিনিট | দুপুর ১২ঃ৪০ মিনিট | শুক্রবার |
ঢাকা মেইল | রাত ১২ঃ১০ মিনিট | সকাল ৭ঃ২০ মিনিট | ছুটি নেই |
ফেনী থেকে ঢাকা কোন কোন ট্রেন যায়
ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী জানার পাশাপাশি আমাদের এটা জানাও প্রয়োজন যে
এই রুটে কোন কোন ট্রেন চলাচল করে এবং ট্রেনগুলো কোন সময় যায়। কেননা এতে করে
আমাদের ট্রেন যাতায়াত কিছুটা হলেও সহজ হবে এবং আমরা বুঝতে পারবো কোন
সময় আমাদের যাওয়া উচিত।
- মহানগর গোধূলি এক্সপ্রেস--- বিকাল থেকে রাত্রি পর্যন্ত।
- মহানগর এক্সপ্রেস--- দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। রবিবার বন্ধ থাকে।
- তূর্ণা নিশীথা এক্সপ্রেস--- রাত থেকে ভোর পর্যন্ত।
- ঢাকা মেইল--- রাত থেকে সকাল পর্যন্ত।
- কর্ণফুলী এক্সপ্রেস--- দুপুর থেকে রাত পর্যন্ত।
- চট্টলা এক্সপ্রেস--- সকাল থেকে দুপুর পর্যন্ত।
বিঃদ্রঃ সোনার বাংলা এক্সপ্রেস ও
ময়মনসিংহ এক্সপ্রেস এ নির্দিষ্ট কোন নেই। কেননা এ দুইটি
ট্রেন নির্দিষ্ট সময়সূচির আওতাভুক্ত হয়নি।
ফেনী থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত টাকা
ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য এর সময়সূচী জানার পাশাপাশি এর সঠিক ভাড়ার পরিমাণ
জানা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক বললাম তো? কেননা এতে করে আমরা
নিশ্চিন্তে মনের মতো সিটের টিকিট কাটতে পারি। আর ইতোমধ্যে আমরা ফেনী থেকে ঢাকা
ট্রেনের সময়সূচী সঠিকভাবে জানতে পেরেছি। তাহলে চলুন সহজ ভাবে জেনে নিই এর
প্রতিটি সিটের সঠিক ভাড়া কত টাকা সেই সম্পর্কে।
সিটের ক্রমিক | সিটের ধরণ | সিটের ভাড়া |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৩০০-৩২০ টাকা |
০২ | প্রথম আসন | ৪৬০ টাকা |
০৩ | প্রথম বার্থ | ৬৯০ টাকা |
০৪ | স্নিগ্ধা | ৫৭৫ টাকা |
০৫ | এসি আসন | ৬৯০ টাকা |
০৬ | এসি বার্থ | ১০৩৫ টাকার মতো |
ঢাকা থেকে ফেনী ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক, ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী যেমন আমাদের জানা উচিত ঠিক তেমনি
ঢাকা থেকে ফেনী এর সময়সূচিও আমাদের জানা প্রয়োজন। কেননা ঢাকা থেকে ফেনী
আমরা আবার ট্রেনেই ফিরতে পারি। সেক্ষেত্রে যদি অগ্রিম জেনে নিই বা জেনে থাকি
তাহলে এতে করে আমাদের বাড়তি ঝামেলা এবং সময় অপচয় থেকে আমরা মুক্তি পাবো, কি ঠিক
বললাম তো? চলুন তাহলে দেরি না করে জেনে নিই।
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় | যেদিন বন্ধ থাকে |
---|---|---|---|
মহানগর প্রভাতী এক্সপ্রেস | সকাল ৭ঃ৪৫ মিনিট | দুপুর ১২ঃ২৫ মিনিট | ছুটি নেই |
মহানগর এক্সপ্রেস | রাত ৯ঃ২০ মিনিট | রাত ২ঃ০০ মিনিট | রবিবার |
তূর্ণা এক্সপ্রেস | রাত ১১ঃ৩৫ মিনিট | ভোর ৪ঃ৩৫ মিনিট | ছুটি নেই |
চট্টলা এক্সপ্রেস | দুপুর ১ঃ৪৫ মিনিট | সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট | শুক্রবার |
ফেনী থেকে ঢাকা কেন ট্রেনে যাওয়া উচিত
আমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা জাগে যে ফেনী থেকে ঢাকা ট্রেনে তো যাবো
কিন্তু কোন ট্রেনে যাওয়া আমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং চিন্তামুক্ত
হবে? আপনার মনেও যদি এ প্রশ্নটা থাকে তাহলে আমাদের পক্ষ থেকে আপনার সাথে
মতামত শেয়ার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন যাবেন, কত টাকা ভাড়ার মধ্যে
যাবেন এবং কতোটা আরামে যাবেন? মূলত
সেটার উপর নির্ভর করে আপনাকে ট্রেন নির্বাচন করতে হবে। আপনি যদি নির্দিষ্ট
সময় ধরে এবং আরাম বিরামে যেতে চান তাহলে আপনার জন্য মহানগর গোধূলি এক্সপ্রেস
ট্রেন উত্তম হবে। আপনি যদি সকাল-সকাল যেতে চান তাহলে
চট্টলা এক্সপ্রেক্স আপনার জন্য
সেরা মাধ্যম হতে পারে। আবার আপনি যদি কম বাজেটে যেতে চান তাহলে আপনার জন্য
ঢাকা মেইল সেরা হতে পারে।
ফেনী থেকে ঢাকা বাস ভাড়া কত
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ফেনী থেকে ঢাকা বাসে করে যেতে
চাই। কিন্তু এর সঠিক বাস ভাড়া সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই এবং এর
সঠিক ভাড়া আমরা তেমনভাবে কোথাও জানতে পারিনা। আপনি যদি বাসে করে ফেনী থেকে
ঢাকা যেতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য হেল্পফুল হবে। চলুন জেনে নিই
ফেনী থেকে ঢাকা কোন বাসের ভাড়া কত টাকা।
বাসের ধরণ | ভাড়ার পরিমান | সুবিধাসমূহ |
---|---|---|
স্টার লাইন (নন এসি) | ৩৫০ টাকা (কম/বেশি) | সাশ্রয়ী, সাধারণ সিট সহজে পেয়ে যাবেন |
স্টার লাইন (এসি) | ৪০০ টাকা (কম/বেশি) | আরামদায়ক, এসি আছে এবং দ্রুত সেবা দেই |
এস, আলম, সৌদিয়া (এসি) | ৪০০ টাকা (কম/বেশি) | এসি আছে, ফেসিলিটি ভালো পাবেন |
ফেনী টু ঢাকা আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
ফেনী থেকে ঢাকা ট্রেন ভ্রমণ সাধারণত আরামদায়ক হয়েই থাকে। কিন্তু আপনি কি
চান যে এই ভ্রমণটাকে আরো বেশি আরামদায়ক করতে? তাহলে এই বিশেষ
আর্টিকেল আপনার জন্য। এখন আপনি জানতে পারবেন কিভাবে আমাদের ট্রেন ভ্রমণকে
সবচেয়ে বেশি আরামদায়ক করতে পারি। তাই ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী জানার
পাশাপাশি এর আরামদায়ক ভ্রমণের টিপস জানাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
- আরামদায়ক ভ্রমণের জন্য শুরুতে আপনি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভ্রমণের চার থেকে পাঁচ দিন আগে টিকিট কেটে রাখুন। প্রয়োজনে স্টেশনে গিয়ে সরাসরি টিকিট কাটতে পারেন।
- আপনার বাজেট এবং আরামের উপর ভিত্তি করে আপনার জন্য সেরা সিট বুকিং করে নিন। কম বাজেটের জন্য শোভন চেয়ার এবং আরামে যাওয়ার জন্য স্নিগ্ধা বা এসি সিট নিতে পারেন।
- প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানির বোতল, হালকা খাবার, মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক ইত্যাদি সাথে নিয়ে নিন।
- অতিরিক্ত ঝামেলার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এনআইডি কার্ড সাথে রাখতে পারেন।
- ট্রেন ছাড়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে স্টেশনে গিয়ে উপস্থিত হতে পারেন। এতে করে ট্রেন মিস হয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্তি পেয়ে শান্তিতে থাকতে পারবেন।
- আপনার মূল্যবান জিনিস সব সময়ের জন্য চোখের সামনে রাখবেন।
- কোন অচেনা ব্যক্তি যদি আপনাকে কোন কিছু খেতে দেয় তাহলে সেটা খাওয়া থেকে বিরত থাকবেন।যদি কেউ যেচে ভাব করতে আসে সে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।
- জানালার পাশে সিট নেওয়ার চেষ্টা করবেন। এতে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন।
ফেনী থেকে ঢাকা কত কিলোমিটার
ফেনী থেকে ঢাকায় দূরত্ব কত হতে পারে? অনেক সময় আমাদের এ বিষয়টা জানার
প্রয়োজন পড়ে কিংবা আমরা প্রয়োজন বোধ করি, তাই না? চলুন এখন এই বিষয়টি
ক্লিয়ার করা যাক। আমরা এখন ফেনী থেকে ঢাকা আকাশ, পানি, স্থলপথ ও রেলপথ
মোট কত কিলোমিটার এই বিষয়ে সঠিক তথ্য জানবো।
আমরা যদি সড়ক পথে ফেনী টু ঢাকা এর দূরত্ব হিসেব করি তাহলে এটি মোট ১৫০-১৫২
কিলোমিটার এর মতো। যেখানে কোন গাড়িতে বা বাসে যেতে ৩-৪ ঘণ্টার মতো সময় লাগতে
পারে। আবার আমরা যদি পানিপথে এর দূরত্ব হিসেব করি তাহলে অর্ধেক অর্থাৎ ৮০
কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। এর পরে সড়ক পথে বাকি ৭০-৮০ কিলোমিটার হিসেব করে
মোট দূরত্ব আসবে।
আমরা যদি বিমানে করে আকাশপথে ফেনী থেকে ঢাকা যায় তাহলে আকাশপথে এটি মোট ১২৮-১৩৫
কিলোমিটার এর মতো হবে। একইভাবে রেলপথে যদি এর দূরত্ব আমরা হিসেব করি তাহলে এটি
১৫০-১৬০ কিলোমিটার এর মদ্ধেই পড়বে। অর্থাৎ ৪ ঘণ্টা বা এর কিছু বেশি সময় লাগতে
পারে।
ফেনী টু ঢাকা সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
ফেনী টু ঢাকা সম্পর্কে আমাদের অনেকের মনে বিভিন্ন ধরনের ছোট-বড় প্রশ্ন ঘুরপাক
খায়। যার সঠিক উত্তর আমরা তেমনভাবে কোথাও জানতে পারি না। তাই
আপনাদের সুবিধার্থে এখন আমরা ফেনী টু ঢাকা নিয়ে খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ
কিছু প্রশ্ন ও উত্তর জানবো। যার ফলে আমাদের মধ্যে আর কোন রকমের চিন্তা থাকবে
না। চলুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক।
প্রশ্নঃ> ভ্রমণের কতদিন আগে টিকিট কাটা উচিত?
উত্তরঃ> কমপক্ষে পাঁচ দিন আগে কেটে নেওয়ায় আপনার জন্য উত্তম
হবে।
প্রশ্নঃ> ট্রেনের কোন সিট সবচেয়ে বেশি আরামদায়ক?
উত্তরঃ> শোভন চেয়ার ও এসি চেয়ার সবচেয়ে বেশি আরাম দায়ক। আর
রাতের সিট হিসেবে স্লিপার আপনার জন্য উত্তম হবে।
প্রশ্নঃ> কোন ট্রেনে সবচেয়ে দ্রুত পৌঁছানো যায়?
উত্তরঃ> সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে আপনি দ্রুত পৌঁছাতে পারবেন।
এতে প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট বা কিছু কম বেশি সময় লাগে।
প্রশ্নঃ> রাতের ট্রেনে কি যাওয়া নিরাপদ?
উত্তরঃ> হ্যাঁ রাতের ট্রেনে যাওয়া নিরাপদ। বিশেষ করে
আপনি তূর্ণা নিশীথা ট্রেনে বেশি নিরাপত্তা পাবেন। তবে আপনার
জিনিসপত্র আপনাকে সাবধানে রাখতে হবে।
প্রশ্নঃ> ভাড়া কি বাচ্চাদের জন্য ছাড় দেয়?
উত্তরঃ> বাচ্চা যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে তার ভাড়া ফ্রি। আর
যদি ৫-১২ বছরের মধ্যে হয় তাহলে অর্ধেক ভাড়া আপনাকে দিতে হবে।
প্রশ্নঃ> অনলাইনে টিকিট কাটার সেরা উপায় কি?
উত্তরঃ> অনলাইনে টিকিট কাটার জন্য আপনি সরাসরি
eticket.railway.gov.bd এই ওয়েব পেজে গিয়ে টিকেট কাটতে পারেন।
প্রশ্নঃ> ফেনী থেকে ঢাকা যেতে কত সময় লাগতে পারে?
উত্তরঃ> প্রায় ৩-৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। ট্রেন হিসেবে
সময় কিছুটা কম বেশি হতে পারে।
প্রশ্নঃ> ট্রেনে কি খাবার পাওয়া যায়?
উত্তরঃ> হ্যাঁ আপনি ট্রেনে প্রায় সব রকমের খাবার পাবেন। তবে
আপনার জন্য উত্তম হবে যদি বাসা থেকে কিছু খাবার সাথে করে নিয়ে যান।
আমাদের শেষ কিছু কথা
প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আপনি ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও এর
ভাড়া সম্পর্কে আপডেট তথ্য জানলেন। এর পাশাপাশি আপনি এই সম্পর্কিত
যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আশা করা যায় আজকের
আর্টিকেলে আপনার ফেনী থেকে ঢাকা সফর সম্পর্কিত যতগুলো বিষয়
জানার প্রয়োজন ছিল বা আপনার মনে যত প্রশ্ন ছিল সমস্ত কিছু জানতে
পেরেছেন।
আমাদের এই ওয়েবসাইটে আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল সহ আরো টিপস
রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়ে যাবেন। তাই সবসময়ের জন্য
আমাদের সাথে থাকার চেষ্টা করবেন।হ্যাপিনেস ভ্লগ থেকে আপনার সাথে আছি আমি লিখন
ভাইয়া সর্বদা আপনার সেবাই নিয়োজিত।
প্রতিনিয়ত অনেক ভাই অনেক কিছু জানার জন্য যোগাযোগ করে যাচ্ছে। আপনার কোন বিষয়
জানার প্রয়োজন হলে অবশ্যই আমার এই ওয়েবসাইটের
যোগাযোগ
অফশন থেকে যোগাযোগ করবেন। চেষ্টা করবো পাশে থাকার।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url