ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত আপডেট জানুন


ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে আপডেট জানতে হলে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও এর ভাড়া সম্পর্কে সাথে এই সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। 
ঈশ্বরদী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
ট্রেন ভ্রমণের ক্ষেত্রে আমাদের প্রধানত এর সময়সূচি ও ভাড়া সম্পর্কে সঠিক ভাবে জানা উচিত। তাই ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ভাড়া সহ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি জানতে পারবেন যেটা আপনার পুরো ভ্রমণকে আরাম করে তুলবে। 

পোস্ট সূচিপত্রঃ ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী (আপডেট) 

প্রিয় পাঠক আমরা যখন ঈশ্বরদী থেকে ঢাকা যাব তখন এর সঠিক সময়সূচি জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর তাই এখন আমরা ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচী সঠিক ভাবে জানবো যেন আমাদের ভ্রমণ আরামদায়ক ও সুন্দর হয়। সাথে জানবো এই রুটে চলা ট্রেনগুলো কবে চলে ও বন্ধ থাকে এই সকল বিষয় সম্পর্কে। তাহলে চলুন নিচের টেবিল থেকে বিস্তারিত জেনে নিই। 

ট্রেনের নাম ট্রেনের নাম্বার ট্রেন যখন ছাড়ে ট্রেন পৌঁছানোর সময় যেদিন বন্ধ থাকে
মধুমতি এক্সপ্রেস ৭৬৪ নাম্বার সকাল ৬ঃ৪০ মিনিট সকাল ১১ঃ৫০ মিনিট ছুটি নেই
চিত্রা এক্সপ্রেস ৭৬৩ নাম্বার দুপুর ১২ঃ৩০ মিনিট বিকেল ৫ঃ২০ মিনিট সোমবার
সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৪ নাম্বার বিকেল ৪ঃ০০ মিনিট রাত ৯ঃ৫০ মিনিট রবিবার
দ্রুতজান এক্সপ্রেস ৭৫৮ নাম্বার দুপুর ২ঃ৩০ মিনিট সন্ধ্যা ৭ঃ০০ মিনিট বুধবার
পদ্মা এক্সপ্রেস ৭৬০ নাম্বার রাত ১১ঃ৫০ মিনিট ভোর ৫ঃ৪০ মিনিট মঙ্গলবার
ধুমকেতু এক্সপ্রেস ৭৭০ নাম্বার সকাল ১০ঃ৫০ মিনিট বিকেল ৫ঃ০০ মিনিট শুক্রবার
চিলাহাটি এক্সপ্রেস ৮০৬ নাম্বার সকাল ১০ঃ৩০ মিনিট বিকেল ৩ঃ০০ মিনিট শনিবার

বিঃদ্রঃ উপরের উল্লেখিত সময়সূচী যেকোনো সময় কিছুটা আপডেট হতে পারে। তাই আপডেট তথ্য পেতে এই ওয়েবসাইট এর পাশাপাশি রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট এ যোগাযোগ রাখতে পারেন।  

ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের ভাড়া কত 

ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার জন্য যেমন আমাদের ট্রেনের সঠিক সময়সূচি জানা প্রয়োজন ঠিক তেমনি এর সঠিক ভাড়া সম্পর্কেও আমাদের ধারনা থাকা উচিত। কি, সঠিক বললাম তো? আসলে ট্রেন ভ্রমণে আমাদের সবচেয়ে বেশি জানার বিষয় হচ্ছে এর সময়সূচি ও ভাড়ার পরিমান। তাহলে এখন আমরা ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের কোন সিটের ভাড়া কত টাকা নেই সেটা জেনে নিই চলুন। 

ঈশ্বরদী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
সিটের ধরণ সিটের সুবিধা সমূহ ভাড়ার পরিমান
শোভন নন এসি ২৪৫ টাকা
শোভন চেয়ার নন এসি ২৯৫ টাকা
প্রথম আসন নন এসি ৩৯০ টাকা
স্নিগ্ধা এসি চেয়ার ৪৯০ টাকা
এসি সিট প্রিমিয়াম এসি আসন ৫৮৫ টাকা
এসি বার্থ এসি কেবিন ৮৮০ টাকা

বিঃদ্রঃ উপরের উল্লেখিত ভাড়ার তালিকা কোন কোন সময় কম বেশি হতে পারে। তাই আপডেট তথ্য পেতে এই ওয়েবসাইট এর পাশাপাশি রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট এ যোগাযোগ রাখতে পারেন। 

ঈশ্বরদী টু ঢাকা কোন কোন ট্রেন চলে

আমরা ইতোমধ্যে ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সঠিক সময়সূচী ও এর সঠিক ভাড়া সম্পর্কে জানতে পেরেছি। তবে এর পাশাপাশি আমাদের আরেকটি বিষয় জানা উচিত বলে মনে করি। সেটা হচ্ছে এই রুটে মোট কতগুলো ট্রেন যাওয়া আসা করে। আমাদের জন্য পারফেক্ট ট্রেন কোনটি এটা বোঝার জন্য হলেও আমাদের এই বিষয়টি জানা প্রয়োজন। তাহলে চলুন এককথায় জেনে নিই এই রুটে কতগুলো ট্রেন চলে। 
  1. ধুমকেতু এক্সপ্রেস (৭৭০)
  2. মধুমতি এক্সপ্রেস (৭৬৪)
  3. চিলাহাটি এক্সপ্রেস (৮০৬)
  4. সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫০/৭৫৪)
  5. চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
  6. দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮)
  7. পদ্মা এক্সপ্রেস (৭৬০)
  8. লালমনি এক্সপ্রেস (৭৫২)

ঢাকা টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী 

আমরা তো ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সময়সূচি জেনেছি? এর পাশাপাশি কি আমাদের ঢাকা টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচি জানা উচিত? আমি বলব হ্যাঁ। কেননা যাওয়ার জন্য যেমন এর সময়সূচি জানা প্রয়োজন আসার জন্যও আমাদের এটা জানা প্রয়োজন। আর পূর্বে থেকে যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের সময় এবং ঝামেলা ২ টাই কমে যাবে। চলুন তবে এর সঠিক সময়সূচী জেনে নেওয়া যাক। 

ট্রেনের নাম ট্রেনের নাম্বার ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময় যেদিন বন্ধ থাকে
বনলতা এক্সপ্রেস ৭০৯ নাম্বার দুপুর ১ঃ৩০ মিনিট সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট শুক্রবার
ধুমকেতু এক্সপ্রেস ৭৬৯ নাম্বার ভোর ৬ঃ০০ মিনিট সকাল ১১ঃ৩০ মিনিট বুধবার
সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৩ নাম্বার সকাল ৭ঃ০০ মিনিট দুপুর ১২ঃ৪০ মিনিট রবিবার
পদ্মা এক্সপ্রেস ৭৫৯ নাম্বার রাত ১১ঃ০০ মিনিট ভোর ৪ঃ৩০ মিনিট মঙ্গলবার
লালমনি এক্সপ্রেস ৭১১ নাম্বার রাত ৯ঃ৪০ মিনিট ভোর ৩ঃ৩০ মিনিট শুক্রবার
চিত্রা এক্সপ্রেস ৭৬৩ নাম্বার সন্ধ্যা ৭ঃ০০ মিনিট রাত ১২ঃ৩০ মিনিট সোমবার

বিঃদ্রঃ উপরের উল্লেখিত সময়সূচী যেকোনো সময় কিছুটা আপডেট হতে পারে। তাই আপডেট তথ্য পেতে এই ওয়েবসাইট এর পাশাপাশি রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট এ যোগাযোগ রাখতে পারেন।  

ঈশ্বরদী টু ঢাকা যেতে ট্রেনে কত সময় লাগে

আমাদের অনেকের মনে এমন প্রশ্ন জাগে যে ট্রেনে করে ঈশ্বরদী থেকে ঢাকা যেতে কত সময় লাগতে পারে? ঠিক বলেছি তাইনা? হ্যাঁ, আর তার জন্য আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ি। তবে চিন্তার কোনো কারণ নেই কেননা এখন আপনি জানতে পারবেন যে আসলে ঈশ্বরদী টু ঢাকা যেতে কত সময় লাগতে পারে। তবে চলুন দেরি না করে জেনে নিই। 
ঈশ্বরদী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
ঈশ্বরদী জংশন থেকে আমরা যদি ঢাকার উদ্দেশ্যে রওনা হই ট্রেনে করে তাহলে আমাদের সময় লাগে ৪ ঘণ্টা ৩০ মিনিট থেকে মোট ৬ ঘণ্টার মতো। আসলে এইরুটে প্রায় বেশ কয়েকটি ট্রেন চলে, যেসব ট্রেনের মধ্যে কিছু কিছু ট্রেনে কম সময় লাগে এবং কিছু ট্রেনে বেশি সময় লাগে। আর তার জন্য নির্দিষ্টভাবে বলা সম্ভব না। তবে এই রুটে ট্রেনে করে যাওয়ার জন্য ৪ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৬ ঘণ্টার মতোই সময় লাগবে। 

ঈশ্বরদী থেকে ঢাকা কত কিলোমিটার

ঈশ্বরদী টু ঢাকা রুটে চলাচলের জন্য আমাদের মনে সবচেয়ে বেশি যেই প্রশ্ন জাগে সেটা হচ্ছে এর দূরত্ব আসলে কত কিলোমিটার? যার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে খুঁজে থাকে। কিন্তু এখন আপনাকে খুঁজতে হবে না। ঈশ্বরদী থেকে ঢাকা পানিপথ থেকে শুরু করে প্রতিটি পথের দূরত্ব কত কিলোমিটার সেটা সঠিকভাবে এখন আমরা আপনাকে জানাবো। তবে চলুন জেনে নিই এর দূরত্ব সম্পর্কে।  

আমরা যদি ঈশ্বরদী টু ঢাকা এর আকাশ পথের ভৌগোলিক দূরত্ব হিসেব করি তাহলে এটি মোট ১৪০-১৬০ কিলোমিটার এর মধ্যে হবে। তবে একদম নির্দিষ্ট ভাবে ধরতে গেলে আপনি ১৪২ কিলোমিটার ধরতে পারেন। আবার রেলপথে এর দূরত্ব হিসেব করলে এটি মোট ২০৩ কিলোমিটার বা এর কিছুটা বেশি হতে পারে। তবে আমরা ২০৩ কিলোমিটার ই ধরতে পারি। একইভাবে সড়কপথে এর দূরত্ব প্রায় ২১৬-২১৮ কিলোমিটার এর মধ্যে পড়ে। আশা করি আপনি একটা ধারণা পেয়েছেন। 

ঈশ্বরদী টু ঢাকা বাস ভাড়া কত

আমরা অনেকেই রয়েছি যারা ঈশ্বরদী টু ঢাকা ট্রেনে যাওয়ার পাশাপাশি বাসে করে যেতে চাই কিংবা ট্রেনের বিপরীতে বাসে করে যেতে পছন্দ করি। তো এই আর্টিকেলটা তাদের জন্যই যারা বাসে করে ঈশ্বরদী টু ঢাকা যেতে চান। বাসে করে যাওয়ার জন্য তো আমাদের প্রথমে এর প্রতিটি শীতের ভাড়া জানতে হবে তাইনা? যেটা এখন আপনি নিচের টেবিলের মাধ্যমে সঠিক এবং সুন্দরভাবে সহজে জেনে নিতে পারবেন। 
ঈশ্বরদী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
বাসের ধরণ সিটের ধরণ ভাড়ার পরিমান
নন-এসি বাস সাধারণ চেয়ার ৬০০ টাকা
এসি ইকোনমি এসি চেয়ার ৮০০-৯০০ টাকা
এসি প্রিমিয়াম এসি চেয়ার ৯০০-১১০০টাকা

ঈশ্বরদী টু ঢাকা আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস

আমরা যদি কোন কাজ করার সহজ টিপস গুলো জানি তাহলে আনন্দে এবং স্বল্প সময়ে কাজগুলো করে ফেলতে পারি তাই না? তেমনভাবে আপনি যদি ঈশ্বরদী টু ঢাকা ট্রেন ভ্রমণ করতে চান তবে এর কিছু আরামদায়ক টিপস রয়েছে যেগুলো জানলে আপনার ভ্রমণ হবে সুন্দর ও সুখময়। চলুন বেশি কথা না বাড়িয়ে এখন খুব সহজে আমরা জেনে নেব ঈশ্বরদী টু ঢাকা আরামদায়ক ট্রেন ভ্রমণের কিছু টিপস। 

  • ঈশ্বরদী টু ঢাকা আরামদায়ক ট্রেন ভ্রমণের প্রথম শর্ত হচ্ছে এসি সিট বা শোভন চেয়ার অগ্রিম বুকিং করে নিন। 
  • মনে প্রশান্তি আনার জন্য ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে স্টেশনে এসে উপস্থিত হতে পারেন।এতে করে ট্রেন মিস চাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। 
  • এই পাঁচ থেকে ছয় ঘন্টার যাত্রায় আপনার ক্লান্তি এড়ানোর জন্য পাতলা চাদর সাথে নিতে পারেন কিংবা মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করতে পারেন। 
  • ভ্রমণের পূর্বে আপনি বাসা থেকে হালকা খাবার সাথে নিতে পারেন। এতে করে বাইরের অস্বাস্থ্যকর খাবার খাবার ফলে শরীর খারাপের ঝুঁকি কমবে। 
  • নিজেকে বিনোদন দেওয়ার জন্য ইয়ারফোনে গান শোনা কিংবা পছন্দের গল্পের বই সাথে রাখতে পারেন। 
  • ট্রেনে অপরিচিত কেউ কোন কিছু খেতে দিলে কিংবা ভাব জমাতে গেলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। সব সময় আপনার সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে। 
  • আপনার সাথে থাকা লাগেজ বা প্রয়োজনীয় জিনিসপত্র গুলোর দিকে সব সময় নজর রাখবেন। 
  • বিশেষ করে আপনার মোবাইল ফোন খুব সাবধানে রাখার চেষ্টা করবেন। কেননা মোবাইল চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 
  • ট্রেন ভবনে উপরোক্ত সতর্কতা অবলম্বন করলে আপনি শান্তিতে একটি নিরাপদ ভ্রমণ করতে পারবেন। 

ঈশ্বরদী টু ঢাকা সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর 

আজকের আর্টিকেলে যত গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল সেগুলো আমরা উপরে আলোচনা করে ফেলেছি। কিন্তু এরপরেও আমাদের অনেকের মনের মধ্যে ঈশ্বরদী টু ঢাকা ভ্রমণ সম্পর্কে খুঁটিনাটি কিছু প্রশ্ন থেকে থাকে। যেগুলোর সমাধান আমরা সহজে খুঁজে পাই না। চলুন এখন আমরা সেই সকল প্রশ্ন ও সমাধান গুলো এককথায় জেনে নেব। 

প্রশ্নঃ ঈশ্বরদী টু ঢাকা যাওয়ার পথে কোন দর্শনীয় স্থান আছে? 
উত্তরঃ হুম। কিশোরী থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পড়ে। যেটা একপ্রকার দর্শনের স্থান বলা চলে। 
ঈশ্বরদী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়া-কত
প্রশ্নঃ ঈশ্বরদী টু ঢাকা রুটে কোন ট্রেন সবচেয়ে দ্রুত পৌঁছায়? 
উত্তরঃ সবচেয়ে কম স্টপেজে ঈশ্বরদী টু ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত পৌঁছায়। 

প্রশ্নঃ ভ্রমণের সময় ট্রেনের ভেতরে কি খাবার সার্ভিস পাওয়া যায়? 
উত্তরঃ হ্যাঁ। আপনি এই রুটের প্রায় অধিকাংশ ট্রেনেই খাবার সার্ভিস পেয়ে যাবেন। 

প্রশ্নঃ এই রুটের কোন ট্রেন প্রতিদিন চলাচল করে? 
উত্তরঃ ঈশ্বরদী টু ঢাকা রুটে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলাচল করে। 

প্রশ্নঃ ঈশ্বরদী টু ঢাকা রুটের টিকিট যাত্রার কতদিন পূর্বে কাটা যায়? 
উত্তরঃ আপনি রেলওয়ে এর নিয়ম অনুযায়ী যাত্রার কমপক্ষে দশ দিন পূর্বে এর টিকিট কাটতে পারবেন।

প্রশ্নঃ ঈশ্বরদী স্টেশনে কি যাত্রীদের জন্য বিশ্রামাগার আছে? 
উত্তরঃ হ্যাঁ। এখানে আপনি অপেক্ষার করার জন্য অপেক্ষাগার কিংবা বিশ্রামাগার পেয়ে যাবেন। 

প্রশ্নঃ ট্রেনের টিকিট কাটার সময় বাচ্চাদের জন্য ভাড়া নিয়ম কি রকম? 
উত্তরঃ পাঁচ বছরের শিশুদের জন্য সিট না নিলে ভাড়া লাগে না তবে টিকিট কাটতে হয়। 

আমাদের সর্বশেষ মন্তব্য 

প্রিয় পাঠক, আজকের আর্টিকেল থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন বলে মনে করি। কেননা আমরা এখানে শুধুমাত্র ঈশ্বরদী টু ঢাকা ট্রেনের সঠিক সময়সূচী ও সঠিক ভাড়া নিয়েই আলোচনা করি নি বরং এই রুটে ভ্রমন সম্পর্কে আপনার যত বিষয় জানা প্রয়োজন সবগুলো বিষয় নিয়েই আলোচনা করেছি। যা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 

আমাদের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আমরা আপনার প্রয়োজন অনুযায়ী আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আসবো। এই ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করে থাকি সুতরাং আমাদের সাথে থাকতে ভুলবেন না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url